Bkash Pin Reset: বাংলাদেশের জনপ্রিয় সব মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের যান বা পিন লক হয়ে যাই।
আর আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয়? তাহলে এই পোষ্ট টি আপনার জন্য এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বিকাশের পিন রিসেট করতে।
বিকাশ পিন কি?
পিন কি? তো যারা জানেননা বিকাশ পিন কি? তাদেরকে বলি বিকাশ পিন হলো আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যে এই বিকাশ একাউন্টের মালিক তা বোঝা যায় বিকাশ একাউন্টের পিন দিয়ে।
আপনার বিকাশ পিন ছাড়া কোনভাবেই লেনদেন সম্ভব নয়। তাই বিকাশ পিন কোনভাবে ভুলে গেলে আপনার লেনদেন পুরোপুরিভাবে অচল হয়ে পড়বে। অনেক সময় মনে রাখবেন বিকাশ কাস্টমার বা বিকাশ কতৃপক্ষ কখনোই আপনার থেকে পিন চাইবে না।
আরও পড়ুন ——
- বাংলালিংক ইন্টারনেট অফার ২০২১
- এয়ারটেল মিনিট অফার ২০২১
- বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড।
- টেলিটক ইন্টারনেট অফার ২০২১
বিকাশ পিন নাম্বার লক কেন হয়?
বিকাশ পিন শুধুমাত্র যে ওই অ্যাকাউন্টের মূল মালিক তারই জানা কথা। কিন্তু অনেক পিন সাবমিট করার পর পরই বিকাশ বুঝে যাই যে এই একাউন্টের একসেস মূল মালিকের হাতে নাই সুতরাং বিকাশ কোম্পানি তাৎক্ষণিকভাবে ওই অ্যাকাউন্টটা ব্লক করে দেয়।
এছাড়াও নিজে থেকে যদি বিকাশে তিনবার ভুল পিন সাবমিট করা হয় অটোমেটিকভাবে বিকাশ একাউন্ট তাৎক্ষণিকভাবে ব্লক হয়ে যাবে।
বিকাশ পিন রিসেট করার নিয়ম | Bkash Pin Reset
- ফোন থেকে *২৪৭# ডায়াল করতে হবে।
- এর পর বিকাশ পিন রিসেট করার জন্য ৯ নম্বর অপশনটি বেছে নিন।
- এর পর যে ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলা হয়েছে এই ভোটার আইডি কার্ডের আইডি নম্বর দিয়ে Send করুন।
- এরপর ভোটার আইডি কার্ডের সাথে জন্ম তারিখ মিল রেখে “জন্ম সাল/ মাস/ তারিখ” দিয়ে সাবমিট করুন।
- এরপর বিকাশ আপনাকে সর্বশেষ দশটি করে আবারও সাবমিট করবেন।
আপনি যদি সঠিকভাবে সকল কাজ করে থাকোন তাহলে আপনার ফোনে একটা অস্থায়ীভাবে পিন সেট করার সুযোগ দেবে। এর পর নিচের কাজ গুলো করে পিন সেট করে নিতে পারবেন।
- আপনার মোবাইল থেকে *২৪৭# ডায়াল করুন
- এরপর আমার বিকাশ (My Bkash) দিয়ে সাবমিট করুন।
- Confrom New Pin এর জায়গায় পুনরায় আবার নতুন পিনটি দিয়ে সাবমিট করুন।
- আপনি যদি সবকিছু ঠিক ভাবে করেন তাহলে আপনার ম্যাসেজে Successful নোটিফিকেশন পাবেন।
রিসেট করবেন। তারপরও যদি কোন সমস্যা হয় অবশ্যই Comment করে জানাবেন। আমাদের টিম সাথে সাথে সমস্যাটির সমাধান করে দিবে।