নতুন ব্লগিং ক্যারিয়ারে প্রাই সকল ব্লগারই এই ভুল গুলো করে থাকেন। এই ভুল গুলোর জন্য করে?
নতুন ব্লগররা কিছু সাধারন ভুল করে থাকে এবং তারা জানে না যে এই ভুল গুলো করলে তারা কখনোই ক্যারিয়ারপ সফল হতে পারবে না।
মানুষ মাত্রই ভুল এটা সত্য এবং এটাও সত্য যে, যেকোন ধরনের ভুলেরই সমাধান আছে। আবার এটাও সত্য যে, নিজের ভুল নিজেকেই সংশোধন করতে হবে।
আজকে আমরা এমন ৫০ টি ভুল আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো একজন নতুন ব্লগারের কাছে কোন ভুলই না।
আরো পড়ুন——
আমার বিশ্বাস এই ৫০ টি ভুল যদি কোন ব্লগার না করে থাকে তাহলে তার সফলতা খুবই কাছে। এবং যদি কেউ এই ভুল গুলো করে থাকেন তাহলে যত দ্রুত পারেন এগুলো সংশোধন করার চেষ্টা করবেন।
- পুরাতন আর্টিকেল আপডেট না করা।
- কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট না করা।
- আর্টিকেল লেখার পর সেই আর্টিকেল টি আর রিভিউ না করা।
- ব্লগে বেশি বেশি বিজ্ঞাপন ব্যবহার করা।
- ব্লগের পেজ স্পিড কম থাকা।
- আর্টিকেল লেখার সময় বানান ভুল করা।
- ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা।
- ব্লগের আর্টিকেলে অতিরিক্ত ইমেজ ব্যবহার করা।
- ভালো মানের হোস্টিং না ক্রয় করা।
- আর্টিকেল ক্রয় করা বা অন্যদের দিয়ে আর্টিকেল লেখানো।
- নিজের প্রতি আত্নবিশ্বাস না থাকা।
- বেশি বেশি ট্রাফিক এবং আয় চেক করা।
- আর্টিকেল এর লিংক পরিবর্তন করা।
- ফলাফল কি হয় তার জন্য অপেক্ষা না করা।
- ব্লগে গুরুত্বপূর্ণ পেজ গুলো না রাখা।
- ব্লগের হেডারে অনুসন্ধান বক্স না রাখা।
- ব্যকলিংক এক্সচেঞ্জ করা।
- ব্লগে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর পেজ না থাকা।
- সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করার জন্য শেয়ার বাটন না থাকা।
- পোস্ট লেখার সময় বানানের দিকে নজর না দেওয়া।
- ভাইরাল বিষয়ে পোস্ট না লেখা।
- ব্লগিং শুরু আগেই ইনকামের চিন্তা করা।
- ডোমেইন ক্রয় করার সময় ভুল ডোমেইন ক্রয় করা।
- অসাধু উপায়ে ব্যাকলিংক তৈরি করা।
- ব্লগের জন্য ব্যকলিংক তৈরি না করা।
- সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইট সাবমিট না করা।
- ব্লগ শুরুর আগেই গুগল এডসেন্স পিছে দৌড়ানো।
- বিজ্ঞ ব্লগারদের মতামত না নেওয়া।
- বেশি ইনকামের আশাই একাধিক ব্লগ তৈরি করা।
- সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সময় নষ্ট করা।
- কোন কারন ছাড়াই নিজে নিজে ব্লগে ভিজিট করা।
- অতিরিক্ত বিষয় নিয়ে কাজ করা।
- সঠিক থিম বা টেমপ্লেট বাছাই না করা।
- লপ লেভেল ডোমেইন না ক্রয় করা।
- সঠিক প্লাটফর্মে ব্লগিং নিয়ে কাজ না করা।